ঐতিহ্যবাহী টমটম ঘোড়ার গাড়িতে চট্রগ্রামের রাস্তায় ভ্রমণ | Horse Cart Rental
![]() |
ভাড়াসেবা পালকি, ব্যান্ডপাটি, হাতি, লাইটিং, মাইক, সাউন্ড সিষ্টেম, ভাড়া দিয়ে থাকে। |
চট্টগ্রাম সিটি তে সিটির আশপাশ এলাকার রাস্তায় ভ্রমণ করুন ঘোড়ার গাড়িতে, ঘোড়ার গাড়িতে বসে ছবি তুলতে তুলতে উপভোগ করুন চট্টগ্রামের সবুজে ঘেরা প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলো, রাজকীয় ঘোড়া গাড়ী বা টমটমে সহ পরিবার নিয়ে ঘুরে আসুন মাত্র ১ থেকে ৩ হাজার টাকায়।
ভাড়াসেবার ওনার মোহাম্মদ দেলোয়ার হোসেন বাবু জানান, ওরশ, আকিকা, গায়ে হলুদ, বিয়ে ও রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন অনুষ্ঠানে ঘোড়ার গাড়ি দৈনিক ৩ থেকে ১০০০০ হাজার টাকায় ভাড়া দিয়ে থাকেন।
যে কোনো সামাজিক অনুষ্ঠান/ বিয়ের অনুষ্ঠানে বিয়ের বর তার বাসা থেকে রাজকীয় ঘোড়ার এ গাড়িতে চড়ে কমিউনিটি সেন্টারে/ক্লাবে যান। সেখানে অনুষ্ঠান শেষ করে বর কনেকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
এছাড়া পহেলা বৈশাখ, বিশেষ দিন, ঈদ উপলক্ষে চট্টগ্রাম সিটির কাজীর দেউড়ি, সিআরবি, জামাল খান, নিউ মার্কেট, সদরঘাট নেভাল টু, নতুন ব্রিজ রাস্তায় ভ্রমণ পিপাসুদের ঘুরানো হচ্ছে। ঘন্টা বা দিন হিসেবে ১ থেকে ৩০০০ ভাড়া নির্ধারিত হয়ে থাকে।
রাজকীয় ঘোড়ার গাড়ি বা টমটম ভাড়া নিতে যোগাযোগ করুন ভাড়াসেবায় কল 01622312299
এছাড়াও ভাড়াসেবা পালকি, ব্যান্ডপাটি, হাতি, লাইটিং, মাইক, সাউন্ড সিষ্টেম, ভাড়া দিয়ে থাকে। যোগাযোগ:01622312299
===========================